প্রতিদিন রাতে চুলের গোড়ায় গোড়ায়, মাথার তালুতে এবং পুরো চুল এপ্লাই করতে হবে। সকালে শ্যাম্পু এবং কন্ডিশনার দিয়ে চুল ওয়াশ করে ফেলতে হবে। ভালো ফলাফল পেতে একদিন পর একদিন অর্থাৎ সপ্তাহে (৩-৪) দিন ব্যবহার করতে হবে। প্রতিদিন ব্যবহারের পূর্বে বোতলটি ঝাঁকিয়ে নিবেন।
দুই থেকে তিন চা চামচ হেয়ার প্যাক নিবেন পরিমাণ মতো পানি দিবেন, যে কোন একটা ডিম ভেঙ্গে দিবেন – ডিমের লালা দিবেন কুসুম দিবেন না, মিক্সার করে ৪০ মিনিট রেখে দিবেন, ডিম দিতে না চাইলে লেবুর রস বা অ্যালোভেরা দিলেও চলবে, গোসলের ৪০ মিনিট পূর্বে মাথায় দিয়ে রাখবেন, তারপর গোসল করে ফেলবেন। সপ্তাহে দুইদিন – একদিন ইউজ করার পর ৩/৪ দিন পর আবার একদিন। এভাবে ইউজ করলে ইনশাল্লাহ আপনি ১০০% ফলাফল পাবেন।